বিষয়বস্তুতে চলুন

মারসিলিও ফিচিনো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
The Rev. Doctor

মারসিলিও ফিচিনো
ফ্লোরেন্স ক্যাথেড্রেলে আন্ড্রিয়া ফেরুচ্চির করা মারসিলিও ফিচিনোর আবক্ষ মূর্তি
ফ্লোরেন্স ক্যাথেড্রেলে আন্ড্রিয়া ফেরুচ্চির করা মারসিলিও ফিচিনোর আবক্ষ মূর্তি
জন্ম(১৪৩৩-১০-১৯)১৯ অক্টোবর ১৪৩৩
ফিগলাইন ভ্যালডারনো, ফ্লোরেন্স প্রজাতন্ত্র
মৃত্যু১ অক্টোবর ১৪৯৯(1499-10-01) (বয়স ৬৫)
কারেজ্জি, ফ্লোরেন্স প্রজাতন্ত্র
নাগরিকত্বফ্লোরেন্টাইন
সময়কালইতালীয় রেনেসাঁ
ধরননব্যপ্লেটোবাদ
উল্লেখযোগ্য রচনাবলিTheologia Platonica de immortalitate animae (1482), De amore (1484), De vita libri tres (1489)
আত্মীয়Diotifeci d'Agnolo & Alessandra di Nanoccio (পিতা-মাতা)

মারসিলিও ফিচিনো (১৯ অক্টোবর ১৪৩৩- ১ অক্টোবর ১৪৯৯) ছিলেন একজন ইতালীয় পণ্ডিত এবং ক্যাথলিক যাজক এবং তিনি ইতালীয় রেনেসাঁর শুরুর দিকের একজন প্রভাবশালী মানবতাবাদী দার্শনিক ছিলেন। তিনি একজন জ্যোতিষী এবং নিওপ্লেটোনিজমের পুনর্জাগরণকারীও ছিলেন, যার সাথে তার সময়ের সকল বিখ্যাত লেখক ও চিন্তাবিদদের পরিচয় ছিলো। তিনিই প্লেটোর সমস্ত কর্ম প্রথম ল্যাটিনে অনুবাদ করেন। তার ফ্লোরেন্টাইন একাডেমী, যেটির উদ্দেশ্য ছিলো প্লেটোর ধারণাকে পুনর্জীব করা, সেটি ইতালীয় রেনেসাঁ এবং ইউরোপীয় দর্শনে ব্যাপক প্রভাব বিস্তার করে।

Delle divine lettere del gran Marsilio Ficino, 1563